এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছাড়ালো বেলডাঙ্গায়
মুর্শিদাবাদে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছাড়ালো বেলডাঙ্গায়। বৃহস্পতিবার সকালে বেলডাঙা থানার বেনাদহ শেওড়াতলা এলাকায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ রিজিয়া খাতুন নামে প্রথম বর্ষের ওই ছাত্রীকে পরিবারের লোকেরাই গলাটিপে হত্যা করেছে। ওই ঘটনায় এলাকার লোকজন ওই কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ পৌঁছে রিজিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে। মৃতের ভাইকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান রিজিয়া খাতুনকে আত্মহত্যা করেছেন। রিজিয়ার বিয়ের সম্বন্ধ চলছিল, কিন্তু বিয়ে হচ্ছিল না বলে বাড়িতে মনোমালিন্য চলছিল। ওই ঘটনার জেরে আত্মহত্যা, না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।