এক গৃহবধূর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করলো পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

এক গৃহবধূর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করলো পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

অভিযোগ পুরুলিয়ার নিতুরীয়া থানা এলাকার এক গৃহবধূ বেশ কিছুদিন আগে কেন্দা থানা এলাকার রঘুডি গ্রামের বাসিন্দা জ্যোতিষী মনসা রাম প্রামাণিকের কাছে সংসারের নানারকম সমস্যা সমাধান করার জন্য তিনি যান। তারপর ঐ গৃহবধুর মোবাইল নম্বর নিয়ে রাখে। তারপর সেই মোবাইলে ফোন করে ওই গৃহবধুর খোলামেলা শরীরের ছবি দিতে বলে। গৃহবধূ রাজি না হলে তার পরিবারের বড়ো ক্ষতি হয়ে যাবে বলে ভয় দেখাতে শুরু করে। এমনকি তার দুই ছেলে ও স্বামীর পাগল করে দেওয়ার ভয় দেখিয়ে ছবি সংগ্রহ করে। ছবি পেয়ে ওই গৃহবধূকে নানারকম কু প্রস্তাব দেয়। এমনকি ৫০হাজার টাকার ও দাবী করেন জ্যোতিষী মনসারাম। সেই ছবি অন্য একজনকে ভাইরাল করে মনসা রাম এমনই অভিযোগ ঐ গৃহবধুর আত্মীয়ের। গতকাল বিকেলে ঐ গৃহবধুর পরিবারের সদস্যরা পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। তারপরেই গতকাল রাত্রেই জ্যোতিষী মনসা রাম প্রামাণিকে গ্রেফতার করে। আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতের তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 5 =