মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।শুক্রবার সন্ধায় রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, মাঝ বয়সী ঐ মহিলার নাম সুপ্রিয়া দত্ত। পরিবারে স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান রয়েছে। জানা যায়,গতকাল সন্ধ্যায় শোবার ঘর থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়।খবর পেয়ে বাড়ি এসে দেহ দেখে হতবাক স্বামী দেবাশীষ দত্ত। তিনি কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর চাউর হতেই সেখানে ভীড় জমাতে শুরু করে প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কি কারনে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। বাড়িতে একা ছিলেন মহিলা। ঘর লন্ডভন্ড। খুনের উদ্দেশ্য কি হতে পারে তা ভাবাচ্ছে তদন্তকারিদের। পরিচিত কেউ নাকি বহিরাগত দুস্কৃতিরা এর সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ।