এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত আরামবাগ।
টোটোচালককে মারধরের ঘটনার জেরে উত্তপ্ত আরামবাগ। দোষীর শাস্তির দাবীতে আরামবাগ নেতাজি স্কোয়ারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগের টোটোচালকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আরামবাগ থানার পুলিশ। আর এই ঘটনায় অভিযোগের তীর খোদ আরামবাগ মহকুমা আদালতে এক বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগ এদিন আরামবাগ স্টেশন থেকে আদালতের দিকে যাওয়ার পথে স্টেশন রোড এলাকায় যানযটের সৃষ্টি হওয়ায় হঠাৎ করেই ওই নিরাপত্তারক্ষী লাঠি হাতে গাড়ি থেকে নেমে ওই টোটোচালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত সেখ সেলিম নামে ওই টোটোচালককে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর এরপরেই বিক্ষুব্ধ হয়ে ওঠে শহরের টোটোচালকরা।
