এক বছরের জন‍্য রাজ‍্যে নিষিদ্ধ গুটখা ও তামাকজাত দ্রব‍্য।

এক বছরের জন‍্য রাজ‍্যে নিষিদ্ধ গুটখা ও তামাকজাত দ্রব‍্য।

তামাকজাত দ্রব‍্য স্বাস্থ‍্যের পক্ষে হানিকারক এটা জানা সত্তেও অবাধে চলে আসছে তামাকজাত দ্রব‍্যের বিক্রি। বারংবার রাজ‍্য থেকে গুটখা নিষিদ্ধ করে আসছিল রাজ‍্য সরকার।অবশেষে ২০১৯ সালে গুটখা,পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার নেওয়া সিদ্ধান্ত লাগু হতে চলেছে।স্বাস্থ্যের পক্ষে হানিকর গুটখাসহ তামাকজাত দ্রব্য।তবে সাধারণ মানুষের স্বার্থে দেশের বহু রাজ্যই ধীরে ধীরে গুটখা, পান মশলা নিষিদ্ধ করার পথে হেঁটেছে।সেই পথেই পশ্চিমবঙ্গেও একবছরের জন্য নিষিদ্ধ হতে চলেছে গুটখা, পান মশলা।সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ,সেবন নিষিদ্ধ হবে।এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এর আগে ২০১৯ সালেও একই রকম ভাবে গুটখা, পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।২০০৬ এবং ২০১৩ সালেও এই দু’বারও এক বছরের জন্য রাজ‍্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =