এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজন ও টোচালকের।
মৃতের সংখ্যা মোট পাঁচ। ঘটনাটি পূর্ব বর্ধমানের ঝিঙুট মোড়ে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া।আজ ভোর চারটে নাগাদ পালিতপুর থেকে একই পরিবারের চারজন বাবা-মা ও ছেলের দুই বউ কে সঙ্গে করে টোটো করে যাচ্ছিল পাশের গ্রামের মাছ ধরতে। অভাবের সংসার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎই সামনে থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।এদের নাম মামনি সাঁতরা, গঙ্গা সাঁতরা, সীমা সাঁতরা সরস্বতী সাঁতরা, টোটো চালকের নাম এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।