এক মহিলাকে রাতের অন্ধকারে গলা কেটে ও কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার রাতে।
ঘটনাটি ঘটেছে মামুদপুর ১ নম্মর পঞ্চায়েতের বলিউর পাড়া (বারাপুর) এলাকায়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠাল মন্তেশ্বর থানার পুলিশ। মৃতার নাম শান্তি হাজরা(৫৫)।তাঁর বাড়ি মামুদপুরের হাজরাপাড়ায়।সে ঐ এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করত।খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ও কাকলি রায় নামের এক মহিলাকে থানায় নিয়ে আসে ও জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মামুদপুর ১ নং পঞ্চায়েতের বলিউর পাড়া (বারাপুর) এলাকার একটি নির্জন জায়গায় ক্ষতবিক্ষত খুন হওয়া ওই মহিলার মৃতদেহটি উদ্ধার হয়।স্থানীয়রা জানায় হঠাৎ করেই একটি চিৎকার কানে আসতেই মানুষজনের সন্দেহ হয়।এরপরেই এক মহিলাকে স্থানীয়রা ছুটে পালাতে দেখে।তারপরেই তাঁকে স্থানীয়রা ধরে ফেলে ও পুলিশের হাতে তুলে দেয়। এদিন মৃতের প্রতিবেশী এবং এক তার পালিত ভাইপো তাঁরা জানান কাকলী রায়ের বাড়িতে শান্তি দেবী পরিচালিকার কাজ করত কী কারণে তাঁকে এরকমভাবে নৃশংস খুন করা হল ভেবে কুলকিনারা করে উঠতে পারছেন না তারা । প্রতিবেশীদের প্রাথমিকভাবে অনুমান কাকলি রায়ের এমন কিছু তথ্য জেনে গিয়েছিলেন, যার জন্য খুন হতে হলো শান্তি হাজরা কে।ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।