এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো বার্ণিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রের কর্তিপক্ষের বিরুদ্ধে
পলাশীপাড়া থানার বার্নিয়ায় একটি নেশা মুক্তি কেন্দ্র লোকজন এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো বার্ণিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রের কর্তিপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাবরাজ দফাদার (৩৯)। নাকাশিপাড়ার বিলকুমারি এলাকার বাসিন্দা। ঘটনায় পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। মৃত সাবরাজ দফাদারের স্ত্রীর অভিযোগ তার স্বামীকে পিটিয়ে মারার পর হাসপাতালে ফেলে পালিয়ে যায় ওই নেশা মুক্তি কেন্দ্র লোকজন।
