এক রাউন্ড কার্তুজ উদ্ধারে, আতঙ্ক এলাকা জুড়ে
এক রাউন্ড কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিষমপুর এলাকায়। এদিকে মঙ্গলবার গভীর রাতে সংশ্লিষ্ট এলাকায় কেউ বা কারা শূন্যে গুলি ছোড়ে বলে বাড়ির লোকের অভিযোগ। এরপরে ঘুমন্ত অবস্থায় উঠে দেখেন তারা বাড়ীর চাল ফুটো হয়ে মেঝেতে পড়ে রয়েছে এক রাউন্ড কার্তুজ। এই ঘটনার পরে পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কে রয়েছে। তবে প্রশ্ন এখানেই প্রত্যন্ত এই গ্রামে এই ধরনের অপরাধমূলক কাজ কখনই তারা দেখেননি বলে জানান। এদিকে, বুধবার সকালে গৃহস্থ মধুসূদন আহিরির বাড়ির মধ্যে কার্তুজ টিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তড়িঘড়ি অবস্থায় মালদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং সমস্ত বিষয়টি তদন্ত করে দেখেন। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামের পাশে রয়েছে সেনা কর্মীদের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে সেনা কর্মীরা তাদের প্রশিক্ষণের সময় ছোড়া গুলি চলে আসতে পারে বলে জানান। তবে পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় কোন দুষ্কৃতী অপরাধমূলক কাজের জন্য এই কান্ড ঘটিয়েছে বলে জানান। এই বিষয়ে পুলিশ তদন্ত করে জানতে পেরেছেন এটা কোনো সেনা কর্মীদের প্রশিক্ষণের গুলি নয় বরং এটা কোন দুষ্কৃতীরাই করেছে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুজনকে থানায় ডেকে পাঠিয়েছেন এবং এর পেছনে কার হাতে রয়েছে কে বা কারা করতে পারে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
