চার দিন কলকাতা পুলিশের হাতে মামলা ছিল। ১৪ তারিখ মামলা দেওয়া হল CBI-কে। সেই থেকে ১৪ দিন অতিক্রান্ত। যাঁরা সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলছিলেন, খুন ও ধর্ষণের মামলায় কেন সন্দীপ ঘোষ এখনও গ্রেফতার হলেন না, তার জবাব দিতে হবে CBI-কে।

বারং বার নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচন হোক বা পুরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বাংলার মানুষ তাদের গ্রহণ করেনি। তাই পরিস্থিতির সুযোগ নিয়ে এই মুহূর্তে বিজেপি বাংলাকে অশান্ত করে তুলছে বলে অভিযোগ করেন অভিষেক ব্যানার্জী। অভিষেকের মতে এটা বাংলা, উত্তরপ্রদেশ বা বিহার নয়। এখানে মানুষ মাথা উঁচু করে, মুষ্টিবদ্ধ হাত তুলে, আশা-আকাঙ্খা নিয়ে রাজপথে নামতে পারেন। তাই বিজেপির ভাষণ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন অভিষেক ব্যানার্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − eleven =