এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা ময়নাগুড়িতে

এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা ময়নাগুড়িতে

শনিবার গভীর রাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। পাশাপাশি এটিএমের পাশে থাকা একটি সোনার দোকানের দরজা ভেঙ্গেও চুরির চেষ্টা করে এক দুষ্কৃতী। দুটি ঘটনাতেই বিফল হয় দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি বাজারে। এলাকা এক সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, এক দুষ্কৃতী গভীর রাতে ভোটপট্টি বাজারের একটি এটিএম ভেঙ্গে টাকা লুটের চেষ্টা করে। এই ঘটনায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয় এটিএমের যন্ত্রটি। এটিএমে টাকা লুটের চেষ্টা ব্যর্থ হওয়ায় এটিএমের পাশে থাকা একটি সোনার দোকানে চুরির চেষ্টা করে দুষ্কৃতী। দোকানের দরজার তালা ভাঙতে পারলেও চুরি করতে অসমর্থ হয় সেই যুবক।তবে এলাকার মন্দিরের একটি প্রনামী বাক্স নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় সে। রবিবার সকালে এটিএম মেশিনটি ভাঙ্গা অবস্থায় দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ভোট পট্টি বাজারে।সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীকে শনাক্তকরণের কাজ শুরুই করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − five =