এটিএম ভেঙে টাকা লুঠ পূর্ব মেদিনীপুরে।
পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডিমারি বাজারে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এর ধারে ইন্ডিয়ান ওভার সিজ ব্যাংক এর এটিএম ভেঙে সমস্ত টাকা লুঠ।এমনই অভিযোগ উঠে আসছে। দুষ্কৃতীরা প্রথমে সিসিটিভি ক্যামেরায় লাল রং স্প্রে করে, তারপর শাবল হাতুড়ী দিয়ে এটিএম মেশিন ভেঙে সমস্ত টাকা লুঠ করে চম্পট দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী পৌঁছায়। স্থানীয় দের মধ্যে আতঙ্ক ছাড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যাবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। এর আগে এধরনের এটিএম ভেঙে টাকা লুট করার ঘটনা কোনদিন ঘটেনি বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।
