এবারের ২১ জুলাইয়ের নয়া গাইডলাইন।
পাখির চোখ ২০২৪।২১ জুলাই থেকেই কার্যত ২৪ এর প্রচার শুরু হয়ে যাবে।করোনা আবহের পর এ বছরের ২১ জুলাই এ রাজনৈতিক সমীকরণে ঘাসফুল প্রধান বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে।তাই ভিন রাজ্যে ২১জুলাই নিয়ে প্রচার হবে।এবারের ২১ এর মঞ্চে থাকবেন ভিন রাজ্যের নেতারা।আগামীর দিল্লী ডাকের আগে তাই রেকর্ড ভিড় চাইছে ঘাসফুল।চলতি মাসেই তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় রাজনৈতিক এই সমাবেশ।তার আগেই প্রচারে জোড় শাসক দলের।তৈরি গাইডলাইন ও।কি আছে গাইডলাইনে?
২১শে জুলাইয়ের ফ্লেক্স,ব্যানার হবে একটা নির্দিষ্ট ডিজাইনে।থাকবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রাখা হবে না এই ব্যানারে।ফ্লেক্সের ডিজাইন সিডি করে জেলা নেতৃত্বকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।ফ্লেক্সের নীচে জেলা নেতৃত্বের নামও ব্যবহার করা যাবে না।শুধু সংগঠনের নাম ব্যাবহার করা যাবে।দলের অন্দরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দলের সব শাখা ঐক্যবদ্ধভাবে ব্লকে ব্লকে প্রস্তুতি সভা করার নির্দেশও পৌঁছেছে৷সব থেকে গুরুত্বপূর্ণ হল,এ বারের প্রচারে তৃণমূল নেত্রীর ধারাবাহিক লড়াই আন্দোলনের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।প্রচারে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরার নির্দেশ যেমন দিয়েছে শীর্ষ নেতৃত্বের তেমনি জোর দেওয়া হয়েছে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে।তবে এবার মিলবে না রেল।ভাড়াও করা যাবে না কোনো কোচ।তাই গাড়ির ব্যবস্থা করে দেবে দল।
সল্টলেক,কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম,বড়বাজার-সহ একাধিক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় উন্নয়ন প্রতি জেলায় গত কয়েকবছরে কী কী কাজ করা হয়েছে তা তুলে ধরার নির্দেশ দলের।প্রচারে থাকছে একাধিক সামাজিক স্কিমের উল্লেখ।ব্যস্ত স্থানে প্রচারে সিডি বাজাতে বলা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে।গত দু’বছর কোভিডের জন্যে পালন করা যায় নি ২১শে জুলাইয়ের অনুষ্ঠান।এ বার সেই অনুষ্ঠান পালন তাক লাগাতে চায় বাংলার শাসক দল।তবে তার আগে ১২ই জুলাই উত্তরবঙ্গ সফর সেরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।