এবার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৫৫ বছর বয়সী এক মহিলা।
৩টে সেভেন এমএম পিস্তল, ৬ টি ম্যাগাজিন ও ২০টি কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম মার্জিনা বিবি(৫৫)। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার বামনতলা এলাকায়। বুধবার রাতে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার জন্য এই আগ্নেয়াস্ত্র গুলো নিয়েছিল ওই মহিলা তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবারই ধৃত মহিলাকে আদালতে পাঠানো হয়। এদিকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ মহিলার গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কা থানা এলাকায়।