এবার করোনা রুখতে নৈহাটি পৌরসভার নয়া নির্দেশিকা।

এবার করোনা রুখতে নৈহাটি পৌরসভার নয়া নির্দেশিকা।

করোনার দাপট রুখতে নৈহাটি পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে নৈহাটি অঞ্চল জুড়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।এই নির্দেশিকা অনুযায়ী সপ্তাহের সোমবার ও শুক্রবার সমস্ত বাজারহাট ও দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।মাস্ক ছাড়া কেউ নৈহাটি শহরে চলাফেরা করতে পারবে না। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তাকে জরিমানা দিতে হবে এবং সাথে সাথে করানো হবে করোনা টেস্ট।করোনা রিপোর্ট পজিটিভ হলে তাকে সেফহোমে ভর্তি করানো হবে। এই নির্দেশিকা আগামী ১৭ জানুয়ারি থেকে কার্যকরী হবে।এছাড়াও জরুরী পরিষেবা চালূ থাকবে। পাশাপাশি পৌর প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যারা কোভিড পরীক্ষা করেছে তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোতে।অপরদিকে নৈহাটি পৌরসভার টেলিমেডিসিন ও কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে। 8583845374 -এই কন্ট্রোল রুমের নম্বর এর মাধ‍্যমে প্রশাসনের সহযোগিতা পাওয়া যাবে বলেই জানিয়েছে নৈহাটি পৌর প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eighteen =