এবার কসবায় মেক আপ আর্টিস্টের রহস্যমৃত্যু।
পল্লবী বিদিশা মঞ্জুষার পর এবার রহস্য মৃত্যু মেক-আপ আর্টিস্টের।কসবার বাসিন্দা সরস্বতী দাসের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে ১৯ বছর বয়সী মেকআপ আর্টিস্টের দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।পরিবার সূত্রে জানা যায়, তিনি তার মামার বাড়িতে তার মায়ের সাথে থাকতেন।শনিবার রাতে তার দিদিমা এবং তিনি একাই বাড়িতে ছিলেন।এরপর রাত আনুমানিক ১.৩০ মিনিট নাগাদ তার দিদিমা দেখতে পান সরস্বতী তার পাশে নেই।
এরপরই পাশের ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো খাটের উপরে বসে থাকা অবস্থায় রয়েছে সরস্বতীকে দেখতে পান তিনি। ছুরি দিয়ে ওড়না কেটে সরস্বতীকে নিচে নামান তিনি।প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সরস্বতীকে মৃত বলে ঘোষণা করেন।কসবা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। তবে কি কারণে এই আত্মহত্যার ঘটনা,গোটা ঘটনার তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ।