ভাতার, পূর্ব বর্ধমান – ৫০ এর বেশী নকল ” সিল” উদ্ধার , উদ্ধার করা হল জাল সই করা একাধিক শংসাপত্র : জোরদার তদন্ত পুলিশের,গ্রেফতার ১ জন। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বলগোনা বাজারে একটি দোকান থেকে 50টিরও বেশি নকল শীল সহ একাধিক জাল শংসাপত্র উদ্ধার করল পুলিশ। এক মহিলার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশের কাছে জন্ম সংশয় পত্র জমা করলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেটি ভেরিফিকেশন করতে গেলে জানা যায় সংশয় পত্রটি নকল তারপরেই তিনি জানান বলগোনা বাজারের একটি দোকান থেকে তিনি ওই শংসাপত্র পত্র পেয়েছেন এর পরে লিখিত অভিযোগের ভিত্তিতে দোকানে হানা দিয়ে পুলিশ নকল শংসাপত্র ও স্ট্যাম্প উদ্ধার করে। জানা যায় পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ, এখন মোট দুজন পুলিশের নজরদারিতে রয়েছে। পুলিশ আরও তদন্ত চালাবে এমনটাই জানা যায়।