এবার প্রকাশ্যে এল নব্য ও আদি বিজেপির দ্বন্দ্ব,যোগদান মঞ্চ ছেয়ে গেল বিতর্কিত পোস্টারে।
আমরা কোন বিজেপি?” “যাদের কে আমরা চোর বলেছিলাম তারা বিজেপির সম্পদ” “আম্ফানের টাকা মেরেছে যুবনেতা।” “দুর্নীতিগ্রস্ত বিজেপি মন্ডল সভাপতি দূর হাটো” “সৌজন্যে আদি বিজেপি।” এমন একাধিক পোস্টারে ছেয়ে গেল উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে গাইঘাটা বাজারে যোগদান সভা মঞ্চের মাঠে পোস্টারগুলি দেখতে পাওয়া যায়।এর আগেও গাইঘাটা এলাকায় তৃণমূল থেকে আশা একাধিক নেতা- নেত্রীর দুর্নীতির কথা উল্লেখ করে পোস্টার পড়েছিল।বিজেপি সূত্রে খবর,মঙ্গলবার গাইঘাটা বাজারে একটি মাঠে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার যোগদান হওয়ার কথা। এখানে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যেরও আসার সম্ভাবনা রয়েছে।এদিন দুপুরে বিভিন্ন দল থেকে সমর্থকরা এই মঞ্চে বিজেপিতে যোগদান করতে পারে। তার আগে এদিন সকালে সভামঞ্চের উপরে এবং মাঠে ছোট ছোট একাধিক পোস্টারে ছেয়ে যায়। সেখানে যুবনেতা ও মন্ডল সভাপতি দুর্নীতিগ্রস্ত এবং আমরা কোন বিজেপি? বলে পোস্টার পড়ে।যার নিচে লেখা রয়েছে সৌজন্যে আদি বিজেপি। বলা যেতে পারে ফের একবার গাইঘাটায় নব্য ও আদি বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।