এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন কিছুদিন আগেই।তারপর থেকে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলে থাকা নিয়ে রাজনৈতিক জল্পনা চলছিল।সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিধায়ক পদও ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়।শুক্রবার বিধানসভায় ইস্তফা পত্র জমা দিলেন তিনি।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চাইলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। চিঠির একটি কপি পাঠিয়ে দিলেন দলের সর্ব ভারতীয় সভাপতি সুব্রত বক্সিকেও।তবে কি রবিবারই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুরু হয়েছে জল্পনা।