এবার ভাল্লুকের আতঙ্ক খোদ জলপাইগুড়ি শহরে।

মঙ্গলবার অবাক করে দেওয়ার মত এমনই ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। জলপাইগুড়ি শহরের মধ্যে তিস্তা উদ্যানে ভাল্লুকের পায়ের ছাপের মতো চিহ্ন দেখতে পান কর্তব্যরত তিস্তা উদ্যানের কর্মীরা। সঙ্গে সঙ্গে এদিন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তিস্তা উদ্যান। তিস্তা উদ্যানের দুই কর্মী এদিন সকালে এসে প্রথমে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। এক বনকর্মীর কথায় এটি ভাল্লুকের পায়ের ছাপ হতে পারে। ঝুঁকি না নিয়ে আপাতত বনদপ্তর তিস্তা উদ্যান বন্ধ রেখেছে। বিন্নাগুরি থেকে বনদপ্তরের বিশেষ টিমে সে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 7 =