এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে কল্যাণীর কলেজের শিক্ষক সমিতি।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ শুরু করেছে।এবার প্রতিবাদে নামলেন শিক্ষকরা।নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক সমিতি কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল সহ গ্যাসের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ জানালেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার কল্যাণী ইউনিট সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে গরুর গাড়ি চেপে প্রতিবাদ জানালেন।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করেন।যেভাবে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে এমনকি ডিজেল প্রায় ৯৩ টাকায় পৌঁছে গেছে।এমনকি রান্নার গ্যাসেরও ক্রমাগত মূল্যবৃদ্ধি হচ্ছে। এই সমস্ত কিছুর মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই কর্মসূচি।