আগামী ২২, ২৩ ও ২৪ মে বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘট আদৌ কতটা সফল হবে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে নানা সময়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাসমালিকেরা। তাতে সফল হয়েছেন মাত্র এক বার। বেসরকারি বাস সংগঠনগুলির তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে পাঁচ বার বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল নানা সময়। মদন মিত্র পরিবহণমন্ত্রী থাকাকালীন প্রথম বার ২০১২ সালের জুলাই মাসে বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হলেও, পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তা স্থগিত করা হয়। এর মাঝেও বহুবার ধর্মঘট ডাক দেওয়া হলেও বিশেষ লাভ মেলেনি। আবার করোনা সংক্রমণের সময় ২০২১ সালের জানুয়ারি মাসে, তিন দিনের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহার করা হয়। উল্লেখ্য আগামী ২২, ২৩ এবং ২৪ মে তারিখে পশ্চিমবঙ্গে তিন দিনের বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ বাঁচাও কমিটি। এই ধর্মঘটে অংশ নিচ্ছে পাঁচটি বাসমালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন। আর বৈঠক ডেকেছেন পরিবহণসচিব, তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া ধর্মঘট নিয়ে সিদ্ধান্ত কী হবে তা বলা এখনই সম্ভব নয়।’’