“এমন মার দেব, এমন শিক্ষা দেব বিজেপির লোকেরা বুঝতে পারবেন” বনগাঁয় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক।
রবিবার বনগাঁয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন প্রকল্পের কার্নিভাল মোটর বাইক মিছিলের উদ্বোধন করতে এলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির উদ্দেশ্যে হুংকার ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি বললেন,”এবার শুনুন আমি অনেকদিন ভদ্র ছিলাম,বিজেপি যদি একতরফা মনে করে থাকে বিজেপি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারব মেরে ফেলে দেবো, গুলি করে দেবো, আমি গুলি করার কথা বলবোনা, রক্তের কথা বলব না মারলে পাল্টা মার হবে এবার জেনে রেখে দিন। এমন মার দেব, এমন শিক্ষা দেব বিজেপির লোকেরা বুঝতে পারবেন।”মুখের বাকসংযম করুন, লোককে গুলি করে দেবো মেরে দেব,শ্মশানে পাঠিয়ে দেব, এসব করলে পাল্টা হবে।পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিন লড়াই হবে। বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে।”
পাশাপাশি এদিন সকালে বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি মতো ২৬ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,”ওরা ২৯৪ নিয়ে নেবে না তো! আমি দ্বিধাহীন কন্ঠে বলছি, অর্জুনের শিক্ষাগত যোগ্যতা কমতো সংখ্যাটাও গুনতে পারে না।১ ২ ৩ ৪ ৫ ৬ ৭- গুনতে পারে না চটকদারি কথা বলে মিডিয়ায় থাকতে চায়।”