জহর সরকারের সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া জহর সরকারের চিঠি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ,’আর. জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ঘৃণ্য, জঘন্য ঘটনার প্রতিবাদে আজ রাজ্যসভার বরিষ্ঠ সাংসদ এবং ভারতবর্ষের অন্যতম একজন কৃতি প্রাক্তন আইএএস জহর সরকার তাঁর সাংসদপদ এবং তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। এর থেকেই স্পষ্ট হয়ে যায়, কোনও শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিতে চাইছেন না। রাজ্যবাসীর ভবিষ্যত ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতি সাধারণ মানুষেরও কোনও বিশ্বাস আর অবশিষ্ট নেই। ‘ তিনি মমতাকে আক্রমণ করে আরো লিখেছেন ,’আপনার কু-শাসনে পশ্চিমবঙ্গের মা – মাটি – মানুষ আজ অসহায়। জনতা জানতে চাইছে, কবে আপনিও পদত্যাগ করবেন মাননীয়া! ‘

ইতিমধ্যেই আরজিকরের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিযেছেন জহর সরকার।আর তার পরেই একের পর এক রাজনৈতিক দলের নেতারা আক্রমণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + nine =