এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত খড়দা।
দীর্ঘদিন ধরে খড়দহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড খড়দহ কুলিনপারা এলাকার দখলদারিকে কেন্দ্র করে প্রতিনিয়ত গন্ডগোল লেগেই থাকত। আর সেই গন্ডগোল সংঘর্ষে পরিণত হল।খড়দহ কুলিনপারা এলাকায় গভীর রাতে টাকা সম্পর্কিত বিষয়ে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়।তারপর সেই বচসা সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের ঘটনায় শীর্ষেন্দু চক্রবর্তী, শুভেন্দু চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী, দিব্যেন্দু চক্রবর্তী ও পার্থ ঘোষাল মোট ৫ জন আহত হয়েছে। শীর্ষেন্দু চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক । তাকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । ঘটনার সূত্রপাত টাকা সংক্রান্ত বিষয়ে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বেশকিছু দুষ্কৃতী বিকি সিং, হারু সিং, টোনা চাকি, সমীরণ চাকি সহ বেশ কয়েকজনকে নিয়ে এসে হামলার অভিযোগ এলাকার সমীর বোস নামে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে । হামলার পর থেকে কুলিনপারা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে । দুষ্কৃতীরা লাঠি, বাশ, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।যারা আহত হয়েছেন তাদের পরিবার খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পানিহাটির পর খড়দহ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত ।