হোয়াটস অ্যাপে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হয়।ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চলতি বছর ১৬ এবং ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন।মামলাকারীর আইনজীবী শামিম আহমেদের দাবি, পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সেই প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে দাবি করেন আইনজীবী শামিম আহমেদ।

এরপরই কলকাতা হাইকোর্ট পিএসসির পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন।একই সঙ্গে ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশও দেয় আদালত। বিচারপতি সাফ জানিয়ে দেন, আপাতত ফুড সাব-ইন্সপেক্টর পদে কোনও নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।আদালতের নির্দেশের পর এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। নদিয়া জেলার কল্যাণীতে সিআইডির অভিযানে শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। নদিয়ার ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আর একজনকে গ্রেফতা করেছে সিআইডি।প্রসঙ্গত, এবার প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন। ৬টি শিফটে মোট দু’দিন (১৬ এবং ১৭ মার্চ) ধরে এই পরীক্ষাটি নেওয়ার আয়োজন করেছিল কমিশন। বিভিন্ন পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 5 =