এস এস সি দুর্নীতি নিয়ে সোচ্চার এস এফ আই, ডি ওয়াই এফ আই।

এস এস সি দুর্নীতি নিয়ে সোচ্চার এস এফ আই, ডি ওয়াই এফ আই।

এস এস সি দুর্নীতিতে জড়িত মন্ত্রীসহ পদস্থ কর্তাদের অবিলম্বে পদ থেকে অপসারিত এবং শিক্ষা ক্ষেত্রে শুন্য পদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবিতে জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঁচ দফা দাবিতে সারকলিপি প্রদান করলো বামপন্থী ছাত্র, যুব সংগঠন এস এফ আই, এবং ডি ওয়াই এফ আই । মঙ্গলবার দুটি সংগঠনের জেলা নেতৃত্ব সহ কর্মীরা এই দাবিতে জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলের কাছে এই দাবী পত্র প্রদান করে। এই প্রসঙ্গে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জলপাইগুড়ি জেলার সভাপতি তথা সি পি আই এম দলের জেলা কমিটির সদস্য প্রদীপ দে জানান, এস এস সি দুর্নীতি রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে কালিমালিপ্ত করার পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতিদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, আমার এর তীব্র প্রতিবাদ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seventeen =