ওম বিড়লার বিপরীতে কে সুরেশ, প্রথমবার স্বাধীন ভারতে স্পিকার নির্বাচনে ভোটাভুটি। এই প্রথম ভাঙতে চলেছে লোকসভার প্রথা। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হচ্ছেন না স্পিকার। NDA-র পক্ষ থেকে ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ পদের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁকেই সমর্থনে রাজি হলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল INDIA জোটের। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা করলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার লোকসভা স্পিকার পদের নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। এর আগে ১৭টি লোকসভায় শাসক বিরোধী সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছিল স্পিকার।
শেষ মুহূর্তে বিরোধীরা পাল্টা প্রার্থী দেওয়ায় আগামীকাল সকাল ১১টা নাগাদ লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে। সেক্ষেত্রে সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। এতদিন সাধারণত লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। গত দু’বার সেভাবেই লোকসভার স্পিকার হয়েছিলেন ওম বিড়লা। যদিও এবার ভোটভাগ্যে শক্তিশালী বিরোধী জোট। পাল্টা স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা কে সুরেশ।