কংগ্রেসের বিক্ষোভের মুখে পি.চিদম্বরম! উঠল ‘গো-ব্যাক তৃণমূলের দালাল’ শ্লোগান।

বুধবার মেট্রো ডেয়ারির এক মামলায় রাজ্য সরকারের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত হন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা পি.চিদম্বরম। আর হাইকোর্ট চত্বরে উপস্থিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেসের এই শীর্ষ নেতাকে কংগ্রেসেরই আইনজীবীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল। কংগ্রেসের আইনজীবীদের তরফে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং গো-ব্যাক শ্লোগানও দেওয়া হয়।মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এসে কংগ্রেসের আইনজীবীদের দ্বারাই তাড়া খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি.চিদম্বরম।এক মহিলা আইনজীবী তাঁকে তৃণমূলের দালাল বলেও অভিহিত করেন এবং নিজের কালো গাউন খুলে পতাকার মতন করে তাঁর সামনে ওড়াতে ওড়াতে বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলের হয়ে মামলা লড়তেই কলকাতায় এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মেট্রো ডেয়ারির মামলায় রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধেই মূলত সওয়াল করেন কেন্দ্রীয় এই কংগ্রেস নেতা তথা আইনজীবী। এরপরই তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের পক্ষের আইনজীবীরা। এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর আইনজীব কৌস্তভ বাগচি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করেন। এমনকি প্রাক্তন মন্ত্রী তথা আইনজীবীর কালো কোটটিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। তবে এই নাটক চরম পর্যায়ে পৌঁছোয়, যখন এক মহিলা আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে প্রবল বেগে তাঁর দিকে তেড়ে যান। সুমিত্রা নিয়োগী নামের ওই মহিলা আইনজীবী চিদম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। কার্যত পি. চিদাম্বরমকে ঘিরে উত্তেজনা কলকাতা হাই কোর্ট চত্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 2 =