কি করে এই মন্ডপগুলিতে দর্শন করা যাবে সেই নিয়েও মানুষদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন রকম আলোচনা। মালদা শহরের এক ব্যক্তি ছোটন মৌলিক তিনি জানান বিভিন্ন শহরের নানা প্রান্তে জল জমে রয়েছে। কি করে পূজো দর্শনার্থীরা প্রতিমা দর্শন করবেন তা নিয়ে চিন্তা করছেন মালদাবাসী।