কঠিন বর্জ্য পদার্থ ব্যবহারে সচেতনতা বার্তা নিয়ে পথে ছাত্র-ছাত্রীরা

বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে প্লাস্টিক বর্জনে কখনো স্বাস্থ্যকর্মী, আবার কখনো পৌরকর্মীর সঙ্গে পুলিশকে নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। জনবল বাজার থেকে শুরু করে রাস্তার নাগরিকদের এবার পথে নামল, ছোটজীরাকপুর তরুণ সংঘের হাই স্কুলের কয়েকশ ছাত্র ছাত্রী প্লাকাড ফেস্টুন ব্যানার নিয়ে রাস্তায় নামলেন। স্কুলের উদ্যোক্তা ওহিদুল সাহাজী, মৃত্যুঞ্জয় কর্মকার জনপ্রতিনিধি ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবার প্লাস্টিক বর্জনের সচেতনতার বার্তা দিলেন। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে কখনো বাজারে কখনো রাস্তার ধারে ব্যবসায়ীদের আবার কখনো সাধারন নাগরিকদের ছাত্র-ছাত্রীরা তাদেরকে বোঝালেন। আগামী প্রজন্ম ও পরিবেশকে বাঁচাতে গেলে প্লাস্টিক বর্জন করতে হবে, ক্যারিব্যাক ৭৫ মাইক্রন ব্যবহার করতে হবে। পাশাপাশি কাগজ ও তন্তু জাতীয় ব্যাগ বিভিন্ন এগুলি নিয়ে জোর দিতে হবে। পাশাপাশি জিনিসপত্র ব্যবহার করলে একদিকে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে অন্যদিকে ক্ষুদ্র শিল্প বেঁচে থাকবে। পাশাপাশি আমরা লাগাতার এই কাজ করে চলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twelve =