ট্যাব কেলেঙ্কারির জেরে সওয়াল এবার তৃণমূল নেতার মুখে। ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করা উচিত ছিল। এমনই মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জালিয়াতির মাথা কে বা কারা? এত বড় জালিয়াতি কাদের ব্য়র্থতায় হল? এই প্রশ্নে এখন তোলপাড় রাজ্য়।বিরোধীদের নিশানায় তৃণমূল সরকার।আর এই পরিস্থিতিতে বিরোধীদের তোপের মুখে পড়ে নতুন নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ।বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন,কী করে এটা ডাইভার্ট হয়ে গেল? কারা এটা করল? ব্যাঙ্ক কর্তৃপক্ষ কি ঘটনায় জড়িত? নাকি অফিসাররা জড়িত? তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে গুলি করার বিধান নেই, তাদেরকে গুলি করা উচিত ছিল মন্তব্য তৃণমূল সাংসদের।