দায়িত্বশীল হন, সাধারণ মানুষের কথাও ভাবুন, পদপিষ্টের মতো ঘটনা যেন না ঘটে, কথায় কথায় কোর্টে চলে গেলেই হবে না, রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রসঙ্গে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটির ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।
এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ১১২ ফুট কেন ৪১২ ফুটের প্রতিমা হোক, আপত্তি নেই। কিন্তু সেই প্রতিমা দেখতে গিয়ে যদি মানুষ মারা যায়…? সেখানে মানুষের এন্ট্রি এক্সিটের পর্যাপ্ত জায়গা রয়েছে। শুধু পুজো করলে হবে না, দায়িত্বশীল হয়ে করতে হবে। এমন কিছু করবেন না যাতে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়।