কন্যাশ্রীর টাকা না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মধুমিতা।
২০১৩ সালে মেয়েদের জন্য চালু হয় পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প। যার সহায়তায় বাংলার মেয়েরা নতুনভাবে বাঁচার ,জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখতে শুরু করে।ঠিক তেমনি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিল নৈহাটি পৌরসভার ২ নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীর মধুমিতা।হুগলী মহসীন কলেজের ছাত্রী সে।২০১৭ সালে হালিশহর হাই স্কুলে পড়াকালীন কন্যাশ্রীর জন্য আবেদন করে ।২০১৯ সালে কন্যাশ্রী k2 ফর্ম ফিলাপ করা সত্ত্বেও এখনও সেই টাকা সে পায়নি।স্কুল কর্তৃপক্ষ জানান,তার আই ডি ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু কলেজে গিয়ে সে জানতে পারে, তার k2ফর্ম ফিলাপ করাই হয়নি। আকাশ থেকে পড়ে মধুমিতা।এমনকি কলেজ থেকে কোনো প্রকার সহায়তার মুখ দেখছে না মধুমিতা।মধুমিতা অভিযোগ, সব মেয়েদের জন্য কন্যাশ্রী ,কিন্তু সে কি কন্যাশ্রী পাবে না।দুয়ারে সরকারে আবেদন জানিয়েও কোনো ফল হয়নি।তার উচ্চশিক্ষার জন্য এই টাকাটা অত্যন্ত প্রয়োজন ।তা না হলে জীবনপথে থমকে যেতে হবে তাকে।কবে পাবে কন্যাশ্রীর টাকা সেই আশায় দিন গুনছে মধুমিতা।