কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালন পানিহাটি পেনেটি বাগানবাড়িতে
কবিগুরুর ১৬২ তম জন্মদিন উপলক্ষে পানিহাটি রবীন্দ্র স্মৃতিবিজড়িত পেনেটি বাগান বাড়িতে আয়োজন করা হলো কবি প্রণাম। পানিহাটি অঞ্চলসহ পার্শ্ববর্তী অঞ্চলের সংস্কৃতি প্রেমিক মানুষজন নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে স্মরণ করলেন কবিগুরুকে। রবীন্দ্রনাথ সম্পর্কিত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পেনেটির বাগান বাড়িতে। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিধানসভার কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরপ্রধান মলয় রায় সহ বিশিষ্টজনেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষ জানালেন প্লেগ যখন কলকাতায় মহামারীর আকার ধারণ করে সেসময় প্রথমবার পানিহাটির এই বাড়িতে এসেছিলেন রবি ঠাকুর। পাশাপাশি তিনি আরো বলেন তিনি শুধু বাংলার কবি নন তিনি বিশ্বের কবি।