কমলো পেট্রোল ডিজেলের দাম।

কমলো পেট্রোল ডিজেলের দাম।

দীর্ঘদিন ধরে চলা দাম বৃদ্ধির পরে গতকাল রাতে কেন্দ্র সরকার পেট্রলে ৫ টাকা এবংও ডিজেলের ১০ টাকা কমিয়েছে। ফলে পেট্রোলের দাম এখন ১০৫ টাকায় গিয়ে থেমেছে। পেট্রোলের দাম কিছুটা কমলেও এখনো পেট্রোল এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত।কিছুটা পেট্রোলের দাম কমলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়েছে বলে এখনো সাধারন মানুষের মনে ক্ষোভ রয়েছে যথেষ্ট। এক গ্রাহকের সাথে এদিন কথা বললে তিনি স্পষ্টতই ক্ষোভ জানালেন ক্যামেরার সামনে। তিনি বলেন এই দাম কমে কোন লাভ নেইএই দাম কমেনি বললে চলে। বিহারের দাম বাড়িয়েছে তার থেকে জাস্ট পাঁচ টাকা দাম কমিয়েছে। আমরা রাইড করি এই তেল কিছুইনা ট্যাংকিতে ভরেই না ১০৫ টাকা ৩৭ পয়সা লিটার ৫০% দাম বাড়িয়ে দিয়েছে এই তিন মাসে। দাম না কমলে আগামী দিনে আমরাপ্রচন্ড রকম আন্দোলনে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + two =