করোনার ঘেরাটোপে উৎসবের আবহ চলে গেলেও বিক্রি নেই ঘূর্ণির মৃৎশিল্পীদের,সরকারি সাহায্যের দিন গুনছেন তারা।

করোনার ঘেরাটোপে উৎসবের আবহ চলে গেলেও বিক্রি নেই ঘূর্ণির মৃৎশিল্পীদের,সরকারি সাহায্যের দিন গুনছেন তারা।

নদীয়া জেলার কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিশ্ববিখ্যাত।প্রতিবছরই দূর্গাপূজা থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ‍্যে কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুল পট্টির তৈরি প্রতিমা রাজ্য,সারাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় যায়।তাছাড়াও মাটির তৈরি বিভিন্ন মূর্তি,খেলনা কেনার জন্য রাজ্যের বাইরে থেকে সারাবছর পর্যটকরা আসেন।কিন্তু এবছর সমস্ত চিত্রটাই ভিন্ন।করোনা আবহে কোনো উৎসব বা পুজোতেই প্রত্যেকবারের মতো কোনো জৌলুসই নেই।দূর্গাপূজোতেও বাইরে থেকে সেরকম কোনো বায়নাই পাননি ঘূর্ণির মৃৎশিল্পীরা।কৃষ্ণনগরের বিখ্যাত উৎসব জগদ্ধাত্রী পুজোতে কিছুটা আশা থাকলেও শেষ উৎসবেও লাভের মুখ দেখেননি তারা।সেখানকার মৃৎশিল্পীরা জানান এরকম অবস্থার সম্মুখীন তারা কোনোদিনই হননি। সবদিক দিয়েই অসহায় অবস্থায় দিন কাটছে তাদের।এই পরিস্থিতিতে সরকারি সাহায্য যদি তারা না পান কোনোভাবেই ঘূর্ণির পুতুল পট্টির ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।তাই তাদের আবেদন সরকার যেন তাদের পাশে এসে দাঁড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 18 =