অবাঙালিদের পাশাপাশি ধনতেরাস নিয়ে এখন সমান আবেগপ্রবণ বাঙালিও।রাজ্যের বড় বড় শহরের গণ্ডি পেরিয়ে সেই উৎসবের আঁচ এখন পৌঁছে গেছে জেলা সদর ও মফঃস্বলেও।কিন্তু এবছর যেন সবকিছুই ছকভাঙা।একদিকে করোনা আবহে অনেকেরই আর্থিক সমস্যা, তার পাশাপাশি সোনার অস্বাভাবিক দাম বৃদ্ধি।এই দুই জোড়া ফলায় প্রতিবছরের তুলনায় এবছর ক্রেতার পরিমাণ অনেকটাই কম কাঁচরাপাড়ার সোনার দোকানগুলিতে।পাশাপাশি কাঁসা পিতলের দোকানেও ক্রেতাদের ভিড় অনেকটাই কম।সবমিলিয়ে কিছুটা জৌলুসহীন এবছরের ধনতেরাস উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =