করোনার তৃতীয় ঢেউ এ শিশুদের সংক্রমনের আশংকা
নিজস্ব সংবাদদাতা: পারমিতা সাউ
করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা জানিয়েছেন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে শিশুদের ওপর সংক্রমণ হতে পারে, কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিয়ে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউ আসার আগেই দ্রুত ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা যাতে না আক্রান্ত হয় সেজন্য চিকিৎসা পরিকাঠামোর সঠিকভাবে নেওয়া হয়েছে ইতিমধ্যে কলকাতা পুরসভা ও রাজ্য দপ্তর বিশেষভাবে ব্যবস্থা করেছে। পাশাপাশি বৃহস্পতিবার চিকিৎসক দিবসের দিন মধ্যমগ্রামের সুকান্তনগরে একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুদের জন্য কোভিড ওয়ার্ড চালু করেছেন। মধ্যমগ্রামের বিধায়ক খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আনুষ্ঠানিক সূচনা করেন নতুন কোভিদ ওয়ার্ডের। নার্সিংহোম কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ওয়ার্ডে18 টি বেড রয়েছে ।কোরণা আক্রান্ত শিশুদের আধুনিক ব্যবস্থা করা আছে, আইসিইউ থেকে এন আই সি ইউ পরিষেবা থাকছে। রথীন ঘোষ শিশুদের যথাসম্ভব সুস্থ করার চেষ্টা করার কথা জানিয়েছেন। নার্সিংহোমের বিশিষ্ট চিকিৎসক রা বলেন তৃতীয় যদি শিশুরা আক্রান্ত হয় সে ক্ষেত্রে দ্রুত হাসপাতালে ভর্তি করানো গেলে সুবিধা হবে এইজন্য এই শিশু কোভিদ ওয়ার্ড।
বৃহস্পতিবার চিকিৎসক দিবসের দিন দেহঙ্গা ব্লগের বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স দের সম্মান জানান এবং তিনি বলেন করণা পরিস্থিতিতে চিকিৎসক এবং নার্সসহ স্বাস্থ্যকর্মীরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়ছেন তাদের সালুট জানাতে হয়।