করোনার থাবায় তালাবন্ধ বন্ধ হয়ে গেল পুরুলিয়া সদর থানা।
পুরুলিয়া সদর থানার তিন পুলিশ কর্তার করোনায় আক্রান্তের রিপোর্ট আসতেই আজ সকাল থেকেই তড়িঘড়ি তালাবন্ধ করে দেওয়া হয় সদর থানার মূল দরজা । সাময়িক সময়ের জন্য সদর থানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে স্থানীয় সদর ফাঁড়িতে । সেখানেই টেবিল পেতে মানুষের সমস্যার সমাধান করছেন পুলিশ কর্তারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্তমানে পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ জন । সাধারণ মানুষকে সচেতন করতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায়, হাটে বাজারে মাইকিং প্রচার চালানো হচ্ছে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে । তবে করোনা সংক্রমণ এড়াতে মানুষ কতটা সচেতন করা যাচ্ছে না। জেলার মূখ্য সাস্থ্য আধিকারিক বলেন এই মুহুর্তে জেলার আক্রান্তর গ্রাফ উর্ধ মুখি তাই আমরা উদ্বিগ্ন। জেলা প্রশাসনের সাথে কো-অর্ডিনেশন করে কাজ চালিয়ে যাচ্ছি। জেলার ২টি ব্লক সাস্থ্য আধিকারিক ও করোনায় আক্রান্ত হয়েছেন।