করোনার থাবা এবার ব‍্যারাকপুর কমিশনারেটে,আক্রান্ত ১৪৩ জন।

করোনার থাবা এবার ব‍্যারাকপুর কমিশনারেটে,আক্রান্ত ১৪৩ জন।

দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ।রেহাই পায়নি রাজ‍্য।এবার আক্রান্ত একাধিক পুলিশ কর্মী। এবার করোনার থাবা ব্যারাকপুর কমিশনারেটে।মোট সংক্রমিত ১৪৩ জন।করোনা সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে।সংক্রমিত হয়েছেন ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত ব‍্যারাকপুর কমিশনারেটের এক এসিপি ও আক্রান্তদের মধ্যে ৭ জন আইসি।করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে র‍্যাপিড টেস্ট করানো হচ্ছে।করোনা রিপোর্ট পজিটিভ হলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে।এদিন পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়।উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং বিধায়কেরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোমবার-বৃহস্পতিবার বাজার-দোকান বন্ধ থাকবে। ওই দুই দিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =