করোনার দাপাদাপিতে আংশিক লকডাউন শুরু হল বহরমপুরে।

করোনার দাপাদাপিতে আংশিক লকডাউন শুরু হল বহরমপুরে।

বহরমপুরের বিভিন্ন সবজি ও মাছের বাজার আংশিক লকডাউন শুরু হল। রবিবার সকাল থেকে ওই নিষেধাজ্ঞা জারি রাখতে জনবহুল এলাকায় ও বাজারে মাইকিং শুরু করল পুলিশ প্রশাসন। সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মাছ ও সবজি বাজার খোলা থাকবে, সেই ঘোষণা করল প্রশাসন ।পাশাপাশি বেলা১২ টা থেকে বিকেল ছটা পর্যন্ত কাপড়ের দোকান, মিষ্টির দোকান সহ অন্যান্য বড় দোকান খোলা থাকবে ।ওই ঘোষণার পরেই বহরমপুর এর বিভিন্ন দোকানপাট আংশিক লকডাউন এর পথে হাঁটল। যদিও সবজি ও বাজারের ছোট ছোট ব্যবসায়ীদের দাবি শীতের সকালে আর একটু বেলা করে দোকান খুলতে পারলেই তাদের সুবিধা হত। এদিকে বহরমপুর শহরের ৮টি ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন ঘোষণা করায় উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে শহরে আগত বিভিন্ন মানুষকে মাক্স বিতরণ শুরু হলো ।দেখা যাচ্ছে সাইকেলে বা টোটো তে করে যারা বহরমপুর ঢুকছেন তাদের অনেকের মুখে মাক্স নাই ।ঐ সমস্ত পথচলতি মানুষকে চিহ্নিত করে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করলো বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস। ধারাবাহিক ওই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + eleven =