করোনার বাড়বাড়ন্ত,বাসন্তী হাইওয়ে টাকি রোডে নামল পুলিশ।

করোনার বাড়বাড়ন্ত,বাসন্তী হাইওয়ে টাকি রোডে নামল পুলিশ।

পুজোর পরেই করোনার ফের বাড়বাড়ন্ত। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় মিনি কনটেইনমেন্ট জোন ঘোষণা করে দেওয়া হয়েছে। তাই করোনার সচেতনতা কথা মাথায় রেখে সীমান্ত থেকে সুন্দরবন করোনার সচেতনতা বার্তা নিয়ে পথে নামলো পুলিশ।কলকাতার পর উত্তর ২৪ পরগনায় করোনার করোণা আক্রান্তের সংখ্যা বেশি। বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাসের নির্দেশে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং হাসনাবাদ থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ,মিনাকার ওসি সিদ্ধার্থ মন্ডল, মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস ঘোষ, বাদুড়িয়ার থানার ওসি অনিল সাউ, দু’নম্বর ব্লকের বিডিও অমিত চক্রবর্তী বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন কলকাতা ও বাসন্তী হাইওয়ে, টাকি রোডে করোনা বার্তা দিতে একদিকে ট্যাবলো সচেনতার বার্তা, অন্যদিকে স্যানিটাইজার মাস্ক বিতরণ করেন।সব মিলিয়ে সময় যত যাচ্ছে করোনার সংক্রমণ বাড়ছে।তাই সচেতনতা বার্তা দিতে কোমর বেঁধে এবার আসরে ফের পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 19 =