করোনার সচেতনতা বার্তা দিতে পথে নামলেন বালি তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাতেও।প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে হাওড়ার বালি নিমতলায় জি টি রোডে পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন তিনি। রানা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের গতকালের রায়কে স্বাগত জানাচ্ছেন তিনি। বাংলায় এতগুলো দফায় নির্বাচন করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ করোনা নিয়ে আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। এখনও যারা সচেতন নন তাদের জন্যই এই কর্মসূচি।