করোনায় আক্রান্ত কাঁকসার বিডিও কোকওভেন থানার ওসি সহ বেশকিছু আধিকারিক।
করোনায় আক্রান্ত হলেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, গত বুধবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পর তাকে হোম আইসলেশনে রাখা হয়। বৃহস্পতিবার কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দফতরের এক রেফিনিউ অফিসার জ্যোতির্ময় বৈদ্যর করোনা পজেটিভ রিপোর্ট আসায় দুটি দফতরের মধ্যে আতঙ্ক ছড়ায়
ঘটনার তদন্তে কাঁকসার বিডিও অফিস ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতর পরিদর্শন করেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী। মহকুমা শাসক জানিয়েছেন কাঁকসার যে সমস্ত জায়গায় এখনো মানুষ অসচেতন ভাবে ঘুরছে সেই সমস্ত জায়গায় যেমন হাট বাজার গুলিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতার প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে দুটি অফিসের সমস্ত কর্মীদের করোনার টেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে কোহেন থানার সমস্ত পুলিশকর্মী আধিকারিকদের টেস্ট শুরু হয়েছে ওসি নিজে হোম আইসোলেশন এ রয়েছেন দুর্গাপুর শহরজুড়ে নতুন করে সতর্কবার্তা শুরু হয়েছে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিও। পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়ে আবারও নতুন করে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে
