করোনা আক্রান্ত রোগীর সাথে চিকিৎসকের দুর্ব্যবহার, জেলা মূখ্য স্বাস্থ্য আধিকার্তার পায়ে ধরে ক্ষমা চাওয়ালেন।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে এক কোভিড আক্রান্ত রোগীর সাথে দুর্ব্যবহার করায় ক্ষুব্ধ রোগীর পরিবার সহ জেলা স্বাস্থ্য আধিকার্তা ডাঃ সন্দীপ স্যান্যাল। শনিবার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসে অভিযুক্ত চিকিৎসক ডাঃ জাহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করায় ঘটনার কথা স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান তিনি। প্রসঙ্গত, শনিবার কান্দি মহকুমা হাসপাতালে কোভিড পজেটিভ জানার পর চিকিৎসা করাতে এসেছিলেন কান্দি বাজারে এক রোগী বাপন চন্দ্র প্রামানিক। সেই সময় কান্দি মহকুমা হাসপাতালে আউট ডোরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিরূল ইসলাম ওই কোভিড আক্রান্ত রোগীর সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। সেই ঘটনার জেরে এদিন দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসা কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল কে অভিযোগ জানান ওই রোগী। অভিযোগ জানানো পর কান্দি মহকুমা হাসপাতালে সুপার ঘরে কর্তব্যরত চিকিৎসক কে ডেকে পাঠানো হয়।
