করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার,শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবার বিজেপির রাজ্য সভাপতিকে।করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার।রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকে। সোমবার সকালেই তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে প্রায় তিন মিনিট কথা হয় বলে সূত্রের খবর।জানা গিয়েছে, এ দিন সকালে বিজেপি সাংসদ কেমন আছেন, তা জানতেই ফোন করেন মুখ্যমন্ত্রী।খবর নিলেন স্বাস্থ্যের।ইতিমধ্যেই করোনা আক্রান্তদের বাড়িতে ফল পাঠিয়ে দ্রুত সুস্থতার বার্তা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী।এবার সরাসরি ফোন বিরোধী দলের নেতাকেই। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুকান্ত মজুমদারের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয় প্রথমে। সেই রিপোর্ট পজিটিভ আসার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।রাজনৈতিক বিরোধিতা থাকলেও সৌজন্যের রাজনীতি বাংলায় নতুন নয়।
