করোনা আবহে আক্রান্তদের পাশে ইয়ং জেনেরেশন অফ বারাসাত।

করোনা আবহে আক্রান্তদের পাশে ইয়ং জেনেরেশন অফ বারাসাত।

করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে।বিগত বছরের করোনা সংক্রমণের প্রথম ঢেউ থেকে বর্তমান সময়ে গ্রাম থেকে শহরের রাজপথে বারাসতের অন্যতম সামাজিক সংগঠন ইয়ং জেনেরেশন অফ বারাসাত।আজও সামাজিক টানে,দায়বদ্ধতায় করোনা আক্রান্ত বা করোনা মহামারিতে বিধ্বস্ত মানুষের পাশে থেকে নিরন্তর কাজ করে যাচ্ছেন তারা।কখনো অন্ন,কখনো পানীয় আবার কখনো তৈরী খাবার তো কখনও অক্সিজেন সিলিন্ডার বা ওষুধ নিয়ে বাড়ির দ্বোরগোড়ায় হাজির ওরা।নিজেদের জীবন বাজি রেখে এই ইয়ং জেনেরেশন অফ বারাসতের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।এদের জন্যই আক্রান্ত মানুষগুলি অনেকটাই নিশ্চিন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =