করোনা আবহে এবারও বন্ধ রথযাত্রা।

করোনা আবহে এবারও বন্ধ রথযাত্রা।

করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে পালিত হল স্নানযাত্রা উৎসব। নিয়ম মত ১৫ দিন আগে হয় মহাপ্রভুর স্নানযাত্রা পর্ব। মহামারীর গ্রাসে থমকে গিয়েছে সব কিছু,তারই ছায়া পরলো মাহেশের জগন্নাথ মন্দিরে। এই পার্বনটিকে পালন করার জন্য গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইত দের নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই স্নানযাত্রা। বেলা বারার সাথে সাথে ভিড় বাড়তে থাকে মন্দির চত্বরে। বিগত বছর গুলোতে বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা হত মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে।এই স্নানযাত্রা যাত্রা দেখার জন্য বহু দুর দুরান্ত থেকে ভক্তরা এসে এই স্নান পিঁড়ির ময়দানে জড় হতেন। কিন্তু সে সব দিন আজ অতীত। করোনা বিধি র জেড়ে ,মূল মন্দিরের ভেতরেই অস্থায়ী বেদীতে স্নান মন্দির তৈরি করে সেখানেই পালন করা হলে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব । আজ থেকে ১৫ দিন পর হবে জগন্নাথ দেবের রথযাত্রা।ইতিমধ্যেই মন্দির কমিটির ঘোষনা মত করোনার আবহে গত বছরের মতো এবছরও স্থগিত হয়ে গেছে মাহেশের ৬২৫ বছরের ঐতিহাসিক রথযাত্রা। নিয়ম পালন করতে শুধুমাত্র নারায়ন শিলা কে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + three =