করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
শনিবার পৌনে এগারোটা থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ। জেলায় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন মুন্না শেখ নামে এক ব্যক্তি।তিনি বহরমপুরের হাসপাতালের গ্রূপ ডি কর্মী।এরপর একজন চিকিৎসক এবং একজন মহিলা গ্রুপ ডি কর্মীও করোনা ভ্যাকসিন নিলেন। এদিন জেলার ১৩টি সেন্টারে ১০০জন করে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।এদিকে করোনার ভ্যাকসিনের পর নিজেদের অনুভূতি ব্যক্ত করে প্রাপকরা জানাচ্ছেন, করোনা ভ্যাকসিন নেওয়া কোনো সমস্যাই নয় বরং দিনটির জন্য অপেক্ষা করছিলেন তারা। সকলকে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন করোনা প্রাপকরা।